সাঈ মানে সাতটি দৌড়
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৮:৫৫
সাফা ও মারওয়া দুটি পাহাড়ের নাম। সাফা থেকে মারওয়ার দূরত্ব ৪৯২ গজ। এই সাফা থেকে মারওয়া পর্যন্ত একটি ধাপ আর মারওয়া থেকে সাফা দ্বিতীয় ধাপ। এভাবে আপনাকে সাতটি ধাপ হাঁটতে হবে কিছু নিয়ম মেনে। আল্লাহর নির্দেশে ইব্রাহিম (আ.) তাঁর স্ত্রী বিবি হাজেরা ও ছেলে ইসমাইল (আ.)-কে এ দুই পাহাড়ের মাঝে রেখে চলে যান। এটি ছিল ইব্রাহিম (আ.)-এর জন্য আল্লাহ তাআলা প্রদত্ত পরীক্ষা। এ সময় শিশু ইসমাইল (আ.) পানির জন্য কাঁদছিলেন আর মা হাজেরা একবার সাফা পাহাড়ে ছুটছিলেন আবার পরক্ষণে মারওয়া পাহাড়ে ছুটছিলেন। এভাবে সাতবার ছোটাছুটির পর আল্লাহর নির্দেশে জমজম কুয়ার আবির্ভাব হয়।
সাঈ শুরুর আগে সাফা পাহাড়ের কাছে এলে এই দোয়া একবার সজোরে পড়ুন, ‘ইন্নাস্ সাফা ওয়াল মারওয়াতা মিন স্যাআ ইরিল্লাহি আবদু বিমা বাআদাল্লাহু বিহি।’
অর্থ: নিশ্চয়ই আস-সাফা ও আল-মারওয়া আল্লাহর নিদর্শন। যেভাবে আল্লাহ বলেছিলেন, আমি সেভাবেই শুরু করলাম।