রান্নার মশলাও ফেরাতে পারে ভাগ্য। সাধারণত জিরা, হলুদ ধোনিয়া, সরিষা ইত্যাদি মশলা বিভিন্নভাবে রান্নায় ব্যবহার হয়ে থাকে। এইসব মসলা শুধু রান্নার স্বাদ বাড়ায়া তা নয়, শরীরের জন্যও উপকারী। কিন্তু জানেন কি জ্যোতিষশাস্ত্র অনুসারে এইসব মশলা খুলে দিতে পারে আপনার সৌভাগ্যের চাবিকাঠি। তাই রান্নায় ব্যবহারের পাশাপাশি এ ধরনের কিছু মশলা রাখতে পারেন আপনার কর্মস্থলে। নিয়ম মেনে চললে নতুন বছরের আগে চমক আপনার জন্য অপেক্ষা করছে নিশ্চিন্তে বলা যায়। একবার পদ্ধতি মেনে ট্রাই করে দেখতে পারেন।