ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রর হামলার ঠিক ২৫ দিন পরে দেশটি থেকে প্রায় ১৪৫০ কিলোমিটার দূরে ইরানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরায়েল।
শনিবার ইসরায়েলে স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে ইরান থেকে বিস্ফোরণ ঘটার খবর আসতে শুরু করে, এতে দেশটিতে ইসরায়েল পাল্টা হামলা শুরু করেছে এমন ইঙ্গিত পরিষ্কার হতে থাকে।
এরপর থেকে পরবর্তী তিন ঘণ্টারও বেশি সময় ধরে তিন ধাপে তীব্র হামলা চালানো হয়। ইসরায়েলি বিমান বাহিনীর ডজন ডজন যুদ্ধবিমান ও আকাশযান ইরানের রাজধানী তেহরানে এবং পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান ও ইলাম প্রদেশে সামরিক কমপ্লেক্স, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা এবং স্থল থেকে স্থলে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোকে লক্ষ্যস্থল করে।
নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ২০ ভিন্ন ভিন্ন লক্ষ্যে আঘাত হানা হয়েছে। ইসরায়েলে সম্ভাব্য পাল্টা হামলা না চালাতে ইরানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
ইরান জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইসরায়েলি হামলা প্রতিরোধ করতে পেরেছে, তারপরও দুই সেনা নিহত হয়েছেন এবং কিছু স্থানে ‘সীমিত ক্ষয়ক্ষতি’ হয়েছে। ইসরায়েলি হামলার ‘আনুপাতিক প্রতিক্রিয়া’ দেখানো হবে বলে ইরানের আধা স্বায়ত্তশাসিত একটি বার্তা সংস্থা জানিয়েছে।