বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৯ জন আহত হয়েছেন। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় উপত্যকাটিতে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৪৫ হাজার ৫৯ জনে দাঁড়িয়েছে। তাছাড়া মোট আহত হয়েছেন অন্তত এক লাখ ৭ হাজার ৪১ জন ফিলিস্তিনি।

এদিকে, রাফাহ অঞ্চলে হামলার সময় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আইডিএফ এক বিবৃতিতে জানায়, অভিযান পরিচালনার সময়, বিধ্বস্ত একটি বাড়ির দেয়ার খসে পড়লে এই ঘটনা ঘটে। দু’জনের মধ্যে একজন মেজর পদে ছিলেন। অন্যজন সৈনিক।

গতকাল মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।