বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

ভিক্ষা দিলেই যেতে হতে পারে কারাগারে! ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত ‘ইন্দোর’কে ভিখারি-শূন্য করতে এই সিদ্ধান্ত। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আগামী বছরের জানুয়ারির ১ তারিখ থেকেই জারি হচ্ছে এই নিয়ম। ইন্দোরে এই আইন ভেঙে কেউ যদি কোন ভিখারিকে ভিক্ষা দেয়, তাহলে তার বিরুদ্ধে দায়ের হবে মামলা।

ইন্দোরের জেলা প্রশাসক আশিষ সিংহ বলেন, ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে প্রচারণা আপাতত এই মাসের শেষ অবধি চলবে। জানুয়ারি ১ তারিখের পর থেকে কাউকে প্রকাশ্যে ভিক্ষা দিতে দেখা গেলেই তার বিরুদ্ধে দায়ের হবে মামলা।