যে কারণে ‘পুষ্পা ২’র রেকর্ড সৃষ্টিকারী সাফল্য উদযাপন করতে পারছেন না আল্লু
প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:২৬
‘পুষ্পা ২’ সিনেমা চলাকালে এর নায়ক দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে দেখতে জড়ো হওয়া অসংখ্য লোকের চাপে পদপিষ্ট হয়ে এক নারীর নিহত হন। এ ঘটনায় গত শুক্রবার গ্রেফতার করা হয় আল্লুকে। যদিও একরাত জেল খেটে পরদিন সকালে বের হয়েই নায়ক জানান, তিনি দুঃখিত ও শোকাহত। বলেন, ‘আইনকে সম্মান করি, তদন্তে সহযোগিতা করব’।
তবে ভারতীয় গণমাধ্যমের খবর, এই জামিনে স্বস্তি পাচ্ছেন না আল্লু অর্জুন। কারণ, সেই নারীর মৃত্যুর ঘটনায় এবার নায়কের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা পুলিশ। প্রশাসনের দাবি, অঘটনের দায়ভার কোনোভাবেই এড়াতে পারেন না আল্লু।
বিজ্ঞাপন
এদিকে, বক্স অফিসে ঝড় তুলছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। প্রতিদিনই বাড়ছে তার আয়ের অঙ্ক। ‘পুষ্পা’র পর ‘পুষ্পা ২’ যেন ভারতীয় সিনেমায় ইতিহাস ভাঙার ইতিহাস রচনা করতে এসেছে। অগ্রিম বুকিংয়ের রেকর্ড, সর্বোচ্চ দামে টিকেট বিক্রির রেকর্ড, প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙেছে আগেই! এবার মুক্তির পর ১২ দিনে বিশ্বব্যাপী প্রায় দেড় হাজার কোটি রুপির ব্যবসা করলো এই সিনেমা!
জানা গেছে, মুক্তির পর দ্বিতীয় সপ্তাহে পড়লেও এখনো ‘পুষ্পা ২’ নিয়ে উন্মাদনা থামেনি। ভাটা পড়েনি টিকেট বিক্রিতেও। তাই অচিরেই ছবিটি দুই হাজার কোটির ক্লাবে নাম লেখাবে এ ভবিষ্যদ্বাণীও করছেন অনেকে। কিন্তু কেমন হলো বহুল চর্চিত এ সিনেমা?
‘পুষ্পা’র গল্প যেখান থেকে শেষ হয়েছিল, ‘পুষ্পা ২’ শুরু সেখান থেকে। পরিচালক সুকুমার আগের পর্বের সব ধামকা যেন কয়েক গুণ করে ফেরত দিয়েছেন এই সিনেমায়। আকাশ, পাহাড়, সমুদ্র গল্পের প্লটে কোনো জায়গা ছাড় পায়নি। বরং নতুনরূপে তুলে ধরেছেন মাইথোলজি, যেটা হয়ে উঠেছে ‘পুষ্পা ২’ সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্যে। সামনে এনেছেন প্রথার বাইরের এক গ্যাংস্টারকে। নেতিবাচক চরিত্র হয়েও যে আলাদাভাবে চোখে পড়তে বাধ্য।
‘পুষ্পা ২’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা ২ু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে।
তবে সবকিছুর ছাপিয়ে ‘পুষ্পা’র মতো এ সিনেমাও যেন বারবার বলতে থাকে, ‘ঝুঁকেগা নেহি, শালা’! তাই শেষপর্যন্ত ‘পুষ্পা’ যেমন ঝুঁকে না, তেমনি দর্শকদেরও ঝুঁকতে দেয় না। উপভোগ্য আনন্দে মাতিয়ে রাখে শুরু থেকে শেষ পর্যন্ত।
‘পুষ্পা’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি, সেখানে এবার তা বেড়ে ৪০০-৫০০ কোটি রুপি।