অ্যাম্বাসি ফুটবল ফেস্টে চ্যাম্পিয়ন সৌদি আরব
প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:২৩
ফুটবল সর্বশেষ খবর
পঞ্চম অ্যাম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন সৌদি আরব দূতাবাস। গোলশুন্য ম্যাচে ইউরোপীয় ইউনিয়নকে টাইব্রেকারে হারায় সৌদিরা। ২০টির বেশি দেশ ও সংস্থার অংশগ্রহণে দুদিনের স্বল্পদৈর্ঘের ফুটবল টুর্নামেন্টে শুরু থেকেই দুর্দান্ত ফুটবলশৈলী দেখিয়েছে সৌদি আরব। ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে শনিবার বিকেলে টুর্নামেন্টের ভেন্যু পার্টনার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার প্রাঙ্গণে দেশি বিদেশি কূটনীতিবিদ ও তাদের পরিবারের সদস্যদের পদচারণায় মুখর ছিল।
মাত্র তিনদিন আগেই নিশ্চিত হওয়া গেছে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টের আয়োজক হবে সৌদি আরব। তাই অ্যাম্বাসি ফুটবল ফেস্টে ঢাকাস্থ সৌদি আরব দূতাবাস দলের উপস্থিতি ছিল অন্যদের চাইতে সরব। পুরো টুর্নামেন্ট জুড়েই তারা মাঠ দাপিয়ে গেলে ফাইনালে পৌঁছায়। সমাপণী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান দেখতে এসে সৌদি দূতাবাসের উপরাষ্ট্রদূত আবদুল আজিজ ইব্রাহিম উচ্ছ্বাস প্রকাশ করেন।
ফাইনাল ম্যাচ শেষে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয়ের মহাপরিচালক রইস হাসান সারোয়ার, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, সৌদি আরবের উপ রাষ্ট্রদূত আবদুল আজিজ ইব্রাহিম এবং ব্রিটিশ হাইকমিশনের উপ হাইকমিশনার জেমস গোল্ডম্যান চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন৷
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হন সৌদি আরবের আবদেল মাজিদ। আট করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ফিলিস্তিন দূতাবাসের মো জিহাদ। সেরা গোলকিপার সৌদি আবের আইমান আবদাল।
বিজ্ঞাপন
ফেয়ার প্লে ট্রফি জিতেছে স্বাগতিক বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রনালয়। আর খেলোয়াড়সুলভ মনোভাব প্রদর্শনের জন্য গেম প্লে স্পিরিট অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে নেদারল্যান্ডস দূতাবাস।
সমাপনি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গেম প্লের চেয়ারম্যান ফয়সাল তিতুমীর, প্রধান নির্বাহী কর্মকর্তা মাকসুম-উল-হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, বাফুফে সদস্য সাখাওয়াত হোসাইন ভূঁইয়া, সৌদি এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, ব্রাদার্স ফার্নিচার্সের পরিচালক সাইফুজ্জামান সরকার, ইউনাইটেড হেলকেয়ারের তারেক সামি রহমান, ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার পরিচালক অ্যানি আরিফ, যমুনা টেলিভিশনের তাহমিদ অমিত এবং নির্ভানার প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইয়া আজমী।
এবারের পঞ্চম আয়োজনের অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে – স্বাগতিক বাংলাদেশ, মার্কিন দূতাবাস, ব্রিটিশ হাইকমিশন, অস্ট্রেলিয়ান হাইকমিশন, কানাডিয়ান হাইকমিশন, সৌদি দূতাবাস, পাকিস্তান হাইকমিশন, ভারতীয় হাইকমিশন, রুশ দূতাবাস, জাতিসংঘ, নরডিক (ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের যৌথ দল), ইন্দোনেশিয়া দূতাবাস, মালয়েশিয়া হাইকমিশন, ইউরোপীয় ইউনিয়ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব ব্যাংক, ফিলিস্তিন দূতাবাস, নেদারল্যান্ডস দূতাবাস, দূতাবাস এবং ইতালিয়ান দূতাবাস।