বিদায় বলে দিতে পারেন রোহিতও!
প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:০৯
অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো করেই অবসরের ঘোষণাটা দিয়ে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সিরিজের মাঝপথেই বিদায় নিয়েছেন তিনি। তার বিদায়ের দিনে রোহিত শর্মাও চলে এসেছেন আলোচনায়। তিনিও নাকি বিদায় বলে দিতে পারেন, অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে পারেন!
এমন তথ্য দিয়েছেন ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। তিনি জানান, সিরিজের শেষ দুই ম্যাচে রান না পেলে এই সিদ্ধান্ত নেবেন তিনি।
অনেক দিন ধরেই রোহিতের ব্যাটে রান নেই। শেষ ১২ ইনিংসে ফিফটি পেয়েছেন ১টি। সবশেষ সেঞ্চুরিরও এক বছর হতে চললো। অধিনায়ক হিসেবেও বাজে সময় কাটছে তার। তাকে ছাড়া প্রথম টেস্ট জিতেছে ভারত। তিনি দলে যোগ দেওয়ার পর অস্ট্রেলিয়ায় ম্যাচ জিততে পারেনি তার দল। সব মিলিয়ে তিনি চাপে আছেন বেশ করে।
সে কারণেই গাভাস্কারের মনে হয়, রোহিত রান না পেলে সরে দাঁড়াবেন। তিনি বলেন, ‘রোহিত এই দুই ম্যাচের পরও যদি ও রান না পায়, তাহলে আমার মনে হয় ও নিজেই সিদ্ধান্ত নিয়ে নেবে।’
বিজ্ঞাপন
কেন? সেটাও ব্যাখ্যা করেছেন গাভাস্কার। তিনি বলেন, ‘রোহিত খুব বুদ্ধিমান ক্রিকেটার। ওর নিজস্ব বিবেচনা আছে। ও কোনোভাবেই দলের ওপর বোঝা হতে চাইবে না। ও এমন একজন ক্রিকেটার যে ভারতীয় ক্রিকেটের কথা ভাবে।’
সেটা হয়ে গেলে তাকে ব্যাটার হিসেবে বিবেচনায় রাখা হবে কি না, তা নিয়েও আছে প্রশ্ন। ওপেনারের জায়গায় যে নতুনরা কড়া নাড়ছে দরজায়!