আমিরাতে সাধারণ ক্ষমার সময় বাড়লো দুই মাস
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:৫২
সংযুক্ত আরব আমিরাত (দুবাই): সংযুক্ত আরব আমিরাতে ভিসা ছাড়া বসবাসরত প্রবাসীরা বৈধতার সুযোগ পাচ্ছেন আরও দুই মাস।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইউএই’র ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস ও পোর্ট সিকিউরিটি (আইসিপি) এই তথ্য জানায়।
১ সেপ্টেম্বর থেকে দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করে৷ সাধারণ ক্ষমার পূর্ব নির্ধারিত তারিখ আজ সমাপ্ত হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার আরও দুই মাস বাড়ানোর ঘোষণা দেয় দেশটির কর্তৃপক্ষ।
সাধারণ ক্ষমার ফলে অবৈধ প্রবাসীরা বৈধতার সুযোগ পাচ্ছেন। যারা পূর্বে আমিরাতে রেসিডেন্স ভিসায় ছিলেন এবং বর্তমানে অবৈধ তারা ‘স্পন্সর’ খুঁজে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন অথবা বিনা জেল-জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারছেন।