আজকের রাশি I ১৯ ডিসেম্বর
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:০২
মেষ
ব্যাকআপ প্লান করতে ভুল করবেন না আজ।
বৃষ
কথা দিয়েও কেউ তা ভঙ্গ করতে পারে আজ।
মিথুন
আড্ডা আর কাজ। দুটিই করে যান। দুটিরই রেজাল্ট কাছাকাছি।
কর্কট
চিন্তার ফলাফল আজ মঙ্গলই বয়ে নিয়ে আসবে।
সিংহ
দ্বিধাদ্বন্দ্ব কেটে যাওয়ার দিন আজ।
কন্যা
সবকিছু যে আপনার মনমতো হবে, সে ভাবনাটা কি ঠিক?
তুলা
ফটাফট কিছু ঘটনা ঘটতে পারে আজ। কিছু ধনাত্মক কিছু ঋণাত্মক।
বৃশ্চিক
নানামুখী চাপ থাকবে আজ। বেঁকে যাবেন না যেন!
ধনু
কাজে অমনযোগী হওয়ার ফল আজ মানসিক অস্থিরতা।
মকর
আপনার কোনো শুভকাজ অনেকের আনন্দের কারণ হচ্ছে।
কুম্ভ
সব ঘটনারই ইতিবাচক ও নেতিবাচক ফল আসে। দেখুন কোনটি আপনার!
মীন
আকাশ ছিল মেঘলা, আপনি কিন্তু একলা। মোটেই তা নয় আজ।