দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে দাম বেড়েছে সর্বোচ্চ ২ হাজার ৮৮ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৪০ হাজার ৫৮৬ টাকা। নতুন এই দর বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৯:০৯
অর্থনীতি সর্বশেষ খবর
যান্ত্রিক ত্রুটি থাকায় ৪ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নেবে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটর্স (জিএম)।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) জেনারেল মোটর্সের কয়েকটি মডেলের গাড়িতে যান্ত্রিক ত্রুটি বিষয়ে আপত্তি জানানোর পর জিএম তাদের ওয়েব সাইটে একটি ট্যাব খুলে গাড়ি ত্রুটিমুক্ত করতে এ ঘোষণা দেয়।
বুধবার (১৩ নভেম্বর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।
খবরে বলা হয়, বুধবার এনএইচটিএসএ জানায়, জেনারেল মোটর্সের কয়েকটি মডেলের ‘ট্রান্সমিশন কন্ট্রোল’-এ ত্রুটি থাকার কারণে এর সামনের চাকা আটকা পড়ে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।
এরপর জেনারেল মোটর্স ২০২০-২০২২ মডেলের চেভরোলেট সিলভারদো, জিএমসি সিয়েরো, ২০২১ মডেলের ক্যাডিলাক এসক্যালাডে, চেভরোলেট তাহোই এবং জিএমসি ইউকনসহ আরো কয়েকটি মডেলের মোট ৪ লাখ ৬১ হাজার ৮শ ৩৯টি গাড়ি ফিরিয়ে নিয়ে ত্রুটিমুক্ত করার ঘোষণা করে।
বিজ্ঞাপন
সেইসঙ্গে এক বিশেষ কর্মসূচির আওতায় ডিলাররা ফিরিয়ে নেওয়া গাড়িতে বিনামূল্যে নতুন ‘ট্রান্সমিশন কন্ট্রোল মড্যুল’ সফটওয়্যার ইন্সটল করে দেওয়ার কথাও জানানো হয়।
এছাড়া যে সব গাড়ি এখনো ক্রেতাদের কাছে সরবরাহ করা হয়নি, সেসব গাড়িকেও ত্রুটি মুক্ত করে দেওয়ার ঘোষণা করে জেনারেল মোটর্স।