বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

রান্নার মশলাও ফেরাতে পারে ভাগ্য। সাধারণত জিরা, হলুদ ধোনিয়া, সরিষা ইত্যাদি মশলা বিভিন্নভাবে রান্নায় ব্যবহার হয়ে থাকে। এইসব মসলা শুধু রান্নার স্বাদ বাড়ায়া তা নয়, শরীরের জন্যও উপকারী। কিন্তু জানেন কি জ্যোতিষশাস্ত্র অনুসারে এইসব মশলা খুলে দিতে পারে আপনার সৌভাগ্যের চাবিকাঠি। তাই রান্নায় ব্যবহারের পাশাপাশি এ ধরনের কিছু মশলা রাখতে পারেন আপনার কর্মস্থলে। নিয়ম মেনে চললে নতুন বছরের আগে চমক আপনার জন্য অপেক্ষা করছে নিশ্চিন্তে বলা যায়। একবার পদ্ধতি মেনে ট্রাই করে দেখতে পারেন।

হলুদ: জ্যোতিষশাস্ত্র অনুসারে হলুদ রং বৃহস্পতির সঙ্গে সম্পৃক্ত। আবার বৃহস্পতিকে বলা হয় লক্ষ্মী। অর্থাৎ অর্থ প্রদানকারী গ্রহ। অর্থাৎ বৃহস্পতি যার সহায় তার অর্থ ভাগ্য কোনদিন বিপদে ফেলবে না। বৃহস্পতি তুষ্ট থাকলে অশুভ গ্রহদশাও কেটে যায়। ফলে হলুদ রাখুন আপনার কর্মস্থলেও। প্রতি বৃহস্পতিবার গরম পানি বা দুধের সাথে এক চিমটে হলুদ মিশিয়ে পান করুন। এতে আপনার রাহু দশা কাটবে। টোটকা হিসেবে কাঁচা হলুদ লাল কাপড়ে মুড়ে কর্মস্থলের পশ্চিম পাশে রেখে দিন। প্রতি সপ্তাহে মেনে চলুন এই পদ্ধতি। দেখুন আপনার সৌভাগ্য কিভাবে ফেরে।

জিরা ও সরিষা: জ্যোতিষ শাস্ত্র মতে, আপনার শত্রুকে পরাজিত করতে অথবা মানসিক কোনো দুশ্চিন্তা কাটাতে শনিবার করে ১০ গ্রাম সরিষা দানা ও কালোজিরা একটা লাল কাপড়ে বেঁধে রাখুন। সেটি কর্মস্থলের প্রবেশ দ্বারে সামনে গোপনে রেখে দিন।

এলাচ: এলাচকে বলা হয় উন্নতির সহায়ক। যদি অনেকদিন চেষ্টা করেও সৌভাগ্যের দেখা পাচ্ছেন না। অথবা কাজে বারেবারে বাঁধা আসছে। তাহলে পাঁচটি সবুজ এলাচ নিজের পার্সে রেখে দিন। এর ফলে অকারণ খরচ কমবে এবং কেরিয়ারে উন্নতি আনবে। কর্মস্থলে যেই আসনে বা চেয়ারে বসেন, সেখানে একটি এলাচ এক টুকরো সাদা কাপড়ে বেঁধে গোপনভাবে রেখে দিন। এর প্রভাবে উন্নতি আসবে। ব্যবসায়িক কথা বলার আগে বা চাকরি ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আগে মুখে একদানা এলাচ রাখুন।

বিজ্ঞাপন

লাল মরিচ: জ্যোতিষ শাস্ত্র মতে লাল রং মঙ্গলের প্রতীক। প্রতি মঙ্গলবার খাবারের পাতে একটি লাল মরিচ রাখুন। তিনটি লাল মরিচ কর্মস্থলের টেবিলের নীচে ঝুলিয়ে রাখুন। চাইলে স্কচটেপ দিয়ে আটকে দিতে পারেন। প্রতি মঙ্গলবার একই পদ্ধতি অবলম্বন করুন। অশুভ দশা আপনাকে ছুঁতে পারবে না।

লবঙ্গ: জ্যোতিষ অনুসারে অশান্তি ঝগড়া থামানোর সহায়ক লবঙ্গ। নারিকেলের ছোবার সাথে লবঙ্গ জ্বালিয়ে সেই ধোয়া সন্ধ্যাবেলায় কর্মস্থল এবং বাসার চারিদিকে দিন। এতে মন শান্ত হবে। মনের উপর চাপ কমবে। কর্মস্থল এবং বাড়িতে পজিটিভ এনার্জি প্রবাহিত হবে।

সম্পর্কিত বিষয়: