চট্টগ্রামে যুবদল নেতাকে অপহরণের মামলা আ.লীগ নেতা গ্রেফতার
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৭:৩০
চট্টগ্রামের আনোয়ারায় যুবদল নেতাকে অপহরণ ও চাঁদা দাবি মামলায় ছগির আজাদ (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের তালতল এলাকা থেকে আনোয়ারা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ছগির আজাদ হাইলধর এলাকার ফজল আহমদের ছেলে এবং আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
গত অক্টোবর মাসে ভুক্তভোগী সাবেক দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও যুবদল নেতা এরশাদ নাবিল খান বাদী হয়ে আনোয়ারা থানায় এমামলা দায়ের করেন। গত ২০১৮ সালের ৭ আগস্ট সন্ধ্যায় অপহরণের এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়। এ মামলায় সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ১৪ জনকে আসামি করা হয়। মামলার বাদী এরশাদ নাবিল খান উপজেলার বারশত ইউনিয়নের দুধ কুমড়া গ্রামের হাজী মোহাম্মদ ছৈয়দ নুরের ছেলে।
বিজ্ঞাপন
মামলার বাদী এরশাদ নাবিল খান বলেন, সাবেক স্বৈরাশাসকের সময়ে শত নির্যাতনেও আমরা আদালতে যেতে পারিনি এবং ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কায় ছিলাম, তাই তখন মামলাও করতে পারিনি। আশা রাখি এবার মামলার ন্যায় বিচার পাব।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গ্রেফতার ছগির আজাদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবীর মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।