৫শ কোটির কাজ নিয়ে ‘ঘুমিয়ে আছে’ ৪ ঠিকাদারি প্রতিষ্ঠান
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৭:৫৮
সন্দ্বীপের চারপাশের বেড়িবাঁধকে টেকসই করতে সিমেন্ট ও পাথরের তৈরি ব্লক বসানোর পরিকল্পনা হাতে নেয় সরকার। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাধ্যমে নেওয়া হয় ৫৬২ কোটি ২১ লাখ টাকার একাধিক প্রকল্প। এসব কাজের দায়িত্ব পায় চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কাজ পাওয়ার পর থেকে তারা যেন ঘুমিয়ে আছে, কোনো সাড়াশব্দ নেই; প্রকল্পেরও কোনো অগ্রগতি নেই।
বেড়িবাঁধ রক্ষায় ব্লক বসালে কিছুটা স্বস্তি পেতেন দ্বীপের বাসিন্দারা। কিন্তু ঠিকাদারদের কোনো তৎপরতা না দেখে সারাক্ষণ ভয় ও আতঙ্কে থাকেন তারা। বড় কোনো ঘূর্ণিঝড় ধেয়ে এলে ভেসে যাবে দ্বীপের বেশিরভাগ জনপদ। তাই সমুদ্রের বুকে কোনো ঝড়ের কথা শুনলেই আঁতকে ওঠেন স্থানীয়রা।
এই অনিশ্চয়তা ও অচলায়তনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে দায়ী করছেন পাউবোর কর্মকর্তারা। চট্টগ্রাম উত্তরাঞ্চলের নির্বাহী প্রকৌশলী ড. তানজির সাইফ আহমেদ জানান, তিনি প্রকল্পগুলো বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে প্রতিনিয়ত তাগাদা দিচ্ছেন, কিন্তু তারা গা করছে না।