শেষ হয়ে গেলো সৌদি আরবের আলোচিত চতুর্থ রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবে গোল্ডেন ইউসর সেরা সিনেমার পুরস্কার জিতেছে তিউনিসিয়ার সিনেমা ‘রেড পাথ’। এটি পরিচালনা করেছেন লটফি আচৌর। সেরা এই সিনেমা পাচ্ছে এক লাখ ডলার পুরস্কার, যা টাকার অঙ্কে ১ কোটি ২৫ লাখ টাকা। হলিউড বলিউডের প্রথমসারির তারকাদের উপস্থিতিতে মুখরিত ছিলো এবারের আয়োজন। সম্মানসূচক পুরষ্কার পেয়েছেন হলিউড অভিনেত্রী ভায়োলা ডেভিস ও হলিউড-বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া।