‘পুষ্পা ২’ সিনেমা চলাকালে এর নায়ক দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে দেখতে জড়ো হওয়া অসংখ্য লোকের চাপে পদপিষ্ট হয়ে এক নারীর নিহত হন। এ ঘটনায় গত শুক্রবার গ্রেফতার করা হয় আল্লুকে। যদিও একরাত জেল খেটে পরদিন সকালে বের হয়েই নায়ক জানান, তিনি দুঃখিত ও শোকাহত। বলেন, ‘আইনকে সম্মান করি, তদন্তে সহযোগিতা করব’।