হাজিরা বোনাস, টিফিন ও গাড়ি ভাড়া বৃদ্ধিসহ নানা দাবিতে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অবস্থিত এশিয়ান গ্রুপের মালিকানাধীন একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় সি ব্লু টেক্সটাইল নামের ওই কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে আন্দোলনে নামেন। প্রায় তিন ঘণ্টা পর মালিকপক্ষ দাবি মেনে নিলে শ্রমিকেরা আন্দোলন থেকে সরে আসেন।