বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে গেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই জয়ের অন্যতম নায়ক শামীম পাটোয়ারী। দুই ম্যাচেই ব্যাট হাতে বড় অবদান রেখেছেন তিনি।

তার সবশেষ কীর্তিটার দেখা মিলেছে আজ। ৮ নম্বরে নেমে ১৭ বলে তিনি করেছেন ৩৫। আর তাতেই বাংলাদেশের রানটা পৌঁছে যায় ১২৯-এ।

তার এমন ব্যাটিংই বাংলাদেশকে এনে দিয়েছে লড়াইয়ের পুঁজি। ২৭ রানের জয় তুলে নেওয়ার পর তাই তার হাতেই ম্যাচসেরার পুরস্কারটা তুলে দেওয়া হয়।

পুরস্কার নিতে গিয়ে তিনি বলেন, ‘অনেক দিন পর জাতীয় দলে ফিরে খুব ভালো লাগছে। ফিনিশার হিসেবে আমার কাজই হলো মারা। শেষ কয়েক মাসে পরিশ্রম তো কম করিনি।’

বিজ্ঞাপন

এই ইনিংসের আগে গত সোমবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও একই রকমভাবে বোলারদের ওপর চড়াও হয়েছিলেন তিনি। ১৩ বলে করেছিলেন ২৭।

এমন পারফর্ম্যান্সের পেছনে কাজ করেছে তার ইতিবাচক ভাবনা। তিনি বলেন, ‘দল যেমনই থাকুক, সব সময় চিন্তা করি নিজের মতো খেলতে পারলে দল অনেক ওপরে উঠবে। ইতিবাচক চিন্তাভাবনা করি সব সময়।’

নিজেকে নিয়েও চিন্তাটা ইতিবাচকই তার। তিনি বলেন, ‘বাদ পড়ার ব্যাপারে চিন্তা করি না। ইতিবাচক থাকতে পছন্দ করি। খুশি থাকতে পছন্দ করি। যেকোন সময় ঘুরে দাঁড়াতে পারব, এই আত্মবিশ্বাস ছিল আমার।’